ধুনটে মহিলা আওয়ামী লীগের দু’পক্ষের মার‌পিট : আহত ২


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় লিপি আকতার (৩৮) নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ গেটের পাশে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

    আহত লিপি আকতার চৌকিবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চৌকিবাড়ী গ্রামের রইস উদ্দিন আকন্দের মেয়ে।

    লিপি আকতার ধুনট বার্তাকে বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে আমি ওই হোটেলে ভাত খাচ্ছিলাম। তখন ওই হোটেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহারের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ কর্মী কাউসার জাহান কেয়াসহ ৫জন নারী কর্মী প্রবেশ করে। তারা আমার বিরুদ্ধে শহীদ মিনারে দেওয়া তাদের ফুলে ছেড়ার অভিযোগ এনে ঝগড়া শুরু করে।

    লিপি আকতার অভিযোগ করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মারার নির্দেশ দেন নাজনীন নাহার। এসময় কাউসার জাহান কেয়া ও অন্যরা তাকে মারপিট করে। এতে তার নাক দিয়ে রক্ত এসে শরীর মেখে যায়।

    লিপি আকতার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দারের অনুসারী। মারপিটের ঘটনার প্রায় ১৫ মিনিট পরে উপজেলা পরিষদ গেটে বিষয়টি নিয়ে পপি রানী তর্কে জড়িয়ে পড়েন নাজনীন নাহারের সঙ্গে। তাদের মধ্যে চরম বাদানুবাদ হয়। এসময় সেখানে উত্তেজনা বিরাজ করে।

    তবে অভিযুক্ত মহিলা আওয়ামী লীগ কর্মী কাউসার জাহান কেয়া পাল্টা অভিযোগ তুলেছে। তার দাবী তারা ওই খাবার হোটেলে খেতে গেলে চেয়ার টান দেয় লিপি আকতার। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে লিপি আকতারের মারধরে সে আহত হয়েছে।

    উল্লেখ্য, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দলীয় কর্মকান্ড নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে দু’গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

    সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধুনট কেন্দ্রীয় শহীদ বেদীতে দু’পক্ষ পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে। পুস্পস্তবক অর্পন করার সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছিল।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ