ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা সামগ্রী বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্বেচ্ছাসেবী সংগঠন সেফটি ফাস্ট ক্লাবের উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলায় মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সামগ্রী (ফাস্ট এইড বক্স) বিতরণ এবং ক্লাবটির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা।

    মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা কনক লায়লার হাতে ফাস্ট এইড বক্স তুলে দেয়া হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেফটি ফাস্ট ক্লাবের সভাপতি ও হোটেল আরাফাতের পরিচালক ইমদাদুল হক রনি, উপদেষ্টা তাজফিকুর রহমান রুমন, সহকারি শিক্ষক আঙ্গুর লতা পারভীন, সায়লা আফরোজ, সালমা খাতুন, নাহিদা ইয়াসমিন, পপুলার আকতার, ঝর্ণা দত্ত, আফসানা পারভীন ও আরজুমান বানু প্রমুখ।

    উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে উপজেলার একশত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ