Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ম. রাজ্জাক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। অসহায়, দুস্থ মানুষের সেবায় কাজ করতে হবে। রাষ্ট্রের সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমানুষের সামনে তুলে ধরতে হবে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভার উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ।
ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোয়াইব।
এই কর্মী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুনিবুর রহমান রাজু।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পাভেল আহমেদ, শাহাদৎ হোসেন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হানিফ আকন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ, ইব্রাহীম, শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল সোহান, পিষাদ, সুমন, আশিক, মনির, শাহীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।