ধুনটে পুন:খননের দাবীতে নদী তীরে মানববন্ধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদী পুনঃখননের মাধ্যমে নদীর তীর, বসতবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাঙালি নদী পাড়ের বাসিন্দারা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

    মানববন্ধনের অংশ নেওয়া নদী পাড়ের বাসিন্দা শিক্ষার্থী রাশেদ প্রামানিক বলেন, তাদের বাড়ি তিনবার নদী ভাঙনের শিকার হয়েছে। এখন আর বসতবাড়ি সরিয়ে নেওয়ার জায়গা নেই। নদী পুনঃখনন করে নদীর পাড় সংস্কার করা জরুরী। বর্ষা মৌসুমে পানি প্রবাহ সঠিক পথে না রাখা গেলে তাদের বসতবাড়ি আবারও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

    কৃষক মহসীন আলম বলেন, গত বছর নদী পুনঃখননের কাজ শুরু করা হলেও বর্ষা মৌসুমে পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় কাজ ঠিকমত হয়নি। বর্তমানে নদীতে চর জেগেছে। যে অবস্থা তাতে বর্ষা মৌসুম শুরু হলে নদী তীরের আবাদি জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে না। প্রশাসনের কাছে আবেদন তারা যেন দ্রুত নদী পুনঃখননের ব্যবস্থা নেন।

    গৃহীনি সাহার বানু বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। তারা আর্থিকভাবে অতিকষ্টে দিনযাপন করছেন। আবারও ভাঙনের শিকার হলে খোলা আকাশের নিচে না খেয়ে দিনযাপন করতে হবে।

    মানববন্ধনে অংশ নেন বাঙালী নদীর পাড়ের বাসিন্দা মোকলেছার রহমান, আশাদুল ইসলাম, মিনি বেওয়া, সুফিয়া খাতুন, আছমা খাতুন, শাহেদা আক্তারসহ প্রায় অর্ধশত নারী ও পুরুষ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ