Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের ২জন সদস্যর শুন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহন করা হয়। দুইটি ইউনিয়নের ৬টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে গোপালনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে মরিয়ম খাতুন তালগাছ প্রতীক নিয়ে ১ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মমতা খাতুন মাইক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২৫ ভোট।
এছাড়াও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা খাতুন তালগাছ প্রতীক নিয়ে ২ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পেয়েছেন প্রিতি তানজিলা মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।
বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে ধুনট উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত্যুজনিত কারণে ২০২২ সালের ২৩ নভেম্বর এ দু’টি পদ শুন্য ঘোষণা করা হয়। গোপালনগর ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৯৯২ জন, এরমধ্যে পুরুষ ৩ হাজার ৯৫৮ এবং নারী ৪ হাজার ৩৪জন। ৩৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এছাড়াও চৌকিবাড়ি ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৬৩৮জন, এরমধ্যে পুরুষ ৪ হাজার ২৪০ এবং নারী ৪ হাজার ৩৯৮। ভোটার উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।