গাইবান্ধায় খাদ্যগুদামের ৪২ টন চাল উধাও

গাইবান্ধা প্রতিনিধি.

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্যগুদামে ৪২ টন চাল ঘাটতির অভিযোগ পাওয়া গেছে। এর পর গুদামটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান গুদামটি সিলগালা করে দেন।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
ইউএনও আবদুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, গোলাপবাগ খাদ্যগুদামে চাল ঘাটতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি গুদামে অভিযান পরিচালনা করেন। সেই অভিযানে অভিযোগের সত্যতা মেলে।
এরপর গভীর রাতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-এলএসডি) বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ