Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পিরদর্শন করেছে।
উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষনা করা হয়েছে। ওইদিন শিক্ষার্থীদের পাঠদান শেষে স্কুল তালাবদ্ধ করে সব ছাত্র শিক্ষক যার যার বাড়িতে চলে যায়। শনিবার সকালে বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখতে পান বিদ্যালয়ের ঘরের দরজা এবং তালা ভাঙা।
পরে সংবাদ পেয়ে স্কুলে গিয়ে দেখি দূর্বৃত্তরা একটি নলকূপ ও প্রজেক্টর নিয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের কার্যালয়ে রক্ষিত কয়েকটি আলমারীর তালা ভেঙে মুল্যবান কাগজপত্র তছনছ করেছে। শুক্রবার দিবাগত রাতের কোন সময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে দূর্বৃত্তরা প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।