Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় জাগরন পরিবার উন্নয়ন সংস্থা নামে বেসরকারি একটি সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যার দিকে ধুনট শহরে অত্র সংস্থার কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভা ও প্রায় ২০০দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরন পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরন পরিবার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব এসএম মাসুদ রানা ও বিশেষ অতিথি ছিলেন ধুনট পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী শহিদুল ইসলাম সাদেক, সমাজসেবক খোরশেদ আলম, অত্র সংস্থার মাঠ সমন্বয়কারী তানভীর রহমান, কর্মসূচী সংগঠক আবু রায়হান ও শাখা ব্যবস্থাপক বিপ্লব হোসেন। দোয়া পরিচালনা করেন কীর বাবর আলী।