ধুনটে শেষ হলো কর্পোরেট ক্রিকেট লীগের প্রথম আসর


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় কর্পোরেট ক্রিকেট লীগের প্রথম আসর শেষ হয়েছে। শুক্রবার বিকেলে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ আসরের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় অংশ নেয় রোকেয়া আইটি ও ইজি স্মার্ট জোন।

    ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট লীগের প্রথম আসরে মোট চারটি দল অংশ গ্রহন করে। অংশগ্রহনাকারী দল গুলোর মধ্যে আগেই আসর থেকে ছিটকে পড়ে সেফটি ফাস্ট ক্লাব ও উত্তরবঙ্গ টিম। এ দুটি দলকে হারিয়ে চুড়ান্ত খেলায় অংশ গ্রহনের সুযোগ নিশ্চিত করে রোকেয়া আইটি ও ইজি স্মার্ট জোন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় প্রথমার্ধে ইজি স্মার্ট জোন ব্যাটিং করে। তারা রোকেয়া আইটিকে ১৫৮ রানের টার্গেট ধরিয়ে দেয়। পরে ১ ইউকেটে তাদের পরাজিত করে চ্যাম্পিয়ান শিরোপা লাভ করে রোকেয়া আইটি। খেলাটি পরিচালনা করেন আশিক ও অন্তর।

    খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সেফটি ফার্স্ট ক্লাবের মালিক এম এম রনি, রোকেয়া আইটি টিমের মালিক আতিকুর রহমান, ইজি স্মার্ট জোন টিমের মালিক রাসেল রানা, উত্তরবঙ্গ টিমের মালিক রাফি, ক্রিকেটার আনোয়ার হোসেন, আলম হাসান, লিমন, জুয়েল, রাব্বী, সোহান ও জাহাঙ্গীর।

    আয়োজকরা জানান ধুনটে এই প্রথম কর্পোরেট ক্রিকেট লীগের আয়োজন করা হয়। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট লীগের প্রথম আসরে চারটি টিম আয়োজন করে। ভবিষ্যৎ টিম স্পন্সর পেলে ৮ বা ১৬টিমের ক্রিকেট লীগের আয়োজন করা হবে। এছাড়াও এই আয়োজনের মধ্যদিয়ে ধুনট উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্রিকেটারদের একত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ