
বগুড়ার ধুনট উপজেলায় নিমগাছি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাংলু এম কে এম ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু।
অন্যানর মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা রেজাউল করিম, গোলাম মুহিত চাঁন, শাহদৎ হোসেন, অমৃত কুমার লিটন, রাশেদুজ্জামান সবুজ, নুরুল ইসলাম, সোহেল রানা, শিপন মাহমুদ, মাহমুদুল হাসান মিলন, কামরুজ্জামান মাসুদ, ইবনে সউদ, রাকিবুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মনির হোসেন, আওয়ামী লীগ নেতা আনছার আলী ও ইব্রাহীম হোসেন।
উক্ত সম্মেলনে ৪ নং ওয়ার্ড যুবলীগের সুলতান আহম্মেদ সভাপতি, আব্দুল মান্নান সাধারণ সম্পাদক এবং ৫ নং ওয়ার্ড যুবলীগের মিল্টন সভাপতি ও রাইসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

