ধুনটে নেতাকর্মীদের সাথে জেলা আ.লীগ সভাপতির মতবিনিময়

বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। সঞ্চালনা করেন ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আগামী নির্বাচনে নৌকায় বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতা ও কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র মানুষের সামনে তুলে ধরতে বলেন। পরে তিনি ধুনট বাজার এলাকায় সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ