ধুনটে মারামারি ঠেকাতে যাওয়ায় অটোভ্যান চালককে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশীদের মারামারি ঠেকাতে যাওয়ায় আকুল শেখ (৩০) নামে এক অটোভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদি হয়ে মঙ্গলবার রাতে শিমুলকান্দি গুচ্ছাগ্রামের আকবর হোসেনের ছেলে মনির হোসেন মোনেজ (২৩) সহ ৪জনকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে শেরপুর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে মনির হোসেন মোনেজকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আসামী মনির হোসেন মোনেজকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকুল শেখ শিমুলকান্দি গুচ্ছগ্রামের মোহাজ্জেল শেখের ছেলে। সে ব্যাটারি চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার প্রতিবেশী ফাতেমা খাতুন ও মনির হোসেন মোনেজের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে মনির হোসেন ক্ষুব্ধ হয়ে ফাতেমা খাতুনকে মারধর করেন।

রাত সাড়ে ৮টার দিকে অটোভ্যান চালক আকুল শেখ তার মা, বাবা ও ছোট ভাইকে নিয়ে প্রতিবেশীদের মারামারি ঠেকাতে যান। এসময় মনির হোসেন মোনেজ ও তার লোকজন আকুল শেখের উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। এসময় আকুল শেখের বাবা মোহাজ্জেল শেখ এগিয়ে গেলে আসামীরা তাকেও পিটিয়ে আহত করে।

তাদের বেধড়ক মারপিটে আকুল শেখ ঘটনাস্থলেই নিহত হন। এসময় অবস্থা বেগতিক দেখে মনির হোসেন মোনেজ ও তার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ফাতেমা খাতুন ও মোহাজ্জেল শেখকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংবাদ পেয়ে রাত ১০টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহতের ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ