ধুনটে আন্তর্জাতিক যোগ দিবস পালিত

বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। মানবধর্ম প্রচারক সংঘের আয়োজনে বুধবার সকালে জীবনান্দ মঠে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জীবনান্দ মঠের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা হিন্দু কল্যান পরিষদের সভাপতি রনজিৎ লাহিড়ী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীবনান্দ মঠের মঠের অধ্যক্ষ শ্যামল কান্ত আচার্য, সহঅধ্যক্ষ ডা. নরেন্দ্র নাথ বসাক, সাংগঠনিক সম্পাদক ডা. গৌর চন্দ্র, সঞ্জয় মন্ডল, অখীল চন্দ্র, ডা. শ্রীরুপ কুমার সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা সম্মিলিত ভাবে যোগ অনুশীলনে অংশ নেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ