Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি-এ প্রতিপদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় একটি র্যালী ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, রনজু মল্লিক, ইউনিয়ন পরিষদের সচিব ফোরহাদ হোসেন, হিসাব সহকারী জাহিদুল ইসলাম ও উদ্যোক্তা নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, ইউপি সচিব, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।