Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় পাকা সড়কে গাছের গুড়ি ফেলে পথরোধ করে ব্যবসায়ীদের হাত-পা বেধে রেখে মোবাইল ফোন ও টাকা লুট করেছে ডাকাত চক্র। এসময় ডাকাত দলের সদস্যদের মারপিটে ৪ ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চিকাশি-সোনাহাটা পাকা সড়কের চাপড়া কদমতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতরা হলেন, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের পরিবহন ব্যবসায়ী আব্দুল মালেক (৩০), গোসাইবাড়ি সাতমাথা এলাকার মনোহরি ব্যবসায়ী মনির হোসেন (২৬), চুনিয়াপাড়া গ্রামের চাতাল ব্যবসায়ী আখিল খান (৩০) ও শাজাহানপুর উপজেলার সিও অফিস পাড়ার ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবসায়ী মিল্টন হোসেন (২৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ডাকাত দলের জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া পরিবহন ব্যবসায়ী আব্দুল মালেক ও চাপড়া গ্রামের নয়ন হোসেন জানান, বগুড়া শহরে ব্যবসায়ীক কাজ শেষে একটি মোটরসাইকেলে আখিল ও মনির হোসনকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে চিকাশি চাপড়া কদমতলা এলাকায় পৌছলে ডাকাত দলের সদস্যরা সড়কে গাছের গুলি ফেলে অস্ত্রের মুখে পথরোধ। ডাকাতেরা মারপিট করে তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও লক্ষাধীক টাকা কেড়ে নিয়েছে।
এসময় সড়কের দুই দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী ও পথচারীরা ঘটনাস্থলে পৌছলে ডাকাত দলের সদস্যরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা রশি দিয়ে বেধে রাখে। এসময় তাদের কাছ থেকেও মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়। প্রায় ৩০ মিনিট সময় ধরে চলে ডাকাত দলের এই কার্যক্রম। একপর্যায়ে চাপড়া গ্রামের নয়ন হোসেন নামে এক অটোভ্যান চালক কৌশলে তার হাতের রশি খুলে ডাকাতদের কাছ থেকে দৌড়ে দুরে চলে গিয়ে ডাকচিৎকার করতে থাকে। নয়নের চিৎকারে গ্রামবাসির উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।