ধুনটে বিএনপি নেতা গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় রায়হান খান (৩৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে তাদেরকে ২০২২ সালের বিষ্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    এর আগে সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। রায়হান খান উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের খাজান খানের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

    মামলা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর রাতে উপজেলার ধুনট-শেরপুর পাকা সড়কের উল্লাপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা জমায়েত হয়ে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিষ্ফোরন করে। এতে ওই এলাকায় আতংকের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৪ নভেম্বর বিএনপি ও জামায়াতের ৪৬ জনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে থানায় মামলা দায়ের করে।

    ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, বিষ্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ