
বগুড়া ধুনট উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাজাজ শো-রুমের সামনে রাস্তার অপরপাশে ফাঁকা জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবককে দুপুরের দিকে সেখানে বসে থাকতে দেখা যায়। দেখতে মানসিক ভারসাম্যহীন ওই যুবক দু পায়ে ভর দিয়ে মাথা নিচু করে সেখানে বসে ছিলেন। কিন্তু বিকাল ৫টায় তাকে একই জায়গায় একটি খড়ের পালার সঙ্গে হেলান দিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। খালি গায়ে থাকা ওই যুবকের পরনে খয়েরী রং এর একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ছিলো। তবে তার মৃতদেহের পাশে একটি জ্যাকেট পরে ছিলো। মৃতদেহের দু চোখের পাশে রক্ত এবং গলায় আঁচরের দাঁগ রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম ধুনট বার্তাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং মৃতদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃতদেহের যুবকের চোঁখের পাশে রক্তাক্ত কাটা জখম ছিল। একারণে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার সকালের দিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অজ্ঞাতনামা যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

