ধুনটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনী সংগঠন ডিফেন্স এক্স সোলজারস্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট বাংলাদেশ বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান।

ডেসওয়া ট্রাষ্ট বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ডেসওয়া ট্রাষ্ট বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আজগর মান্নান, সহসভাপতি তোতাউর রহমান, সদস্য রেজাউল করিম, নারায়ন চন্দ্র পাল, সাইদুল ইসলাম ও কোষাধ্যক্ষ ছফদের আলী প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ