ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়াসহ ভেড়া পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্তর থেকে ক্ষুদ্র গোষ্ঠী পরিবারের সদস্যদের হাতে ভেড়া তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আশিক খান।

    এরআগে তিনি ভেড়া বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরলা রানী।

    সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৭০টি পরিবারের মাঝে ২টি করে ভেড়া, ৪টি সিমেন্টের খুটি, ২টি ঢেউটিন, ৪টি ম্যাট, ১০ কেজি দানাদার খাবার ও ৪টি করে কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ