Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় নির্মানাধীন বিদ্যুৎ সঞ্চালনের তারের উপর থেকে ছিটকে পড়ে বেলাল হোসেন (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত বেলাল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আব্দুল মোতালেব পরশের ছেলে। সে শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লেখাপড়া করতো।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেলাল হোসেনের বাড়ির পাশ দিয়ে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানীর নির্মানাধীন বৈদ্যুতিক টাওয়ারের তার টানানোর কাজ চলমান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে বেলাল হোসেন তার খেলার সাথীদের নিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের উপর বসে খেলা করছিল। এ সময় কারিগরদের অগোচরে দুর থেকে যন্ত্রের মাধ্যমে সেই তার টাওয়ারের সাথে টানানোকালে তারের উপর থেকে ছিটকে পড়ে বেলাল আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে বেলাল হোসেনের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরীর পর থানায় অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে বেলালের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
