লালমনিরহাটে অর্নিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি.

রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংস্কারের দাবিতে অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট পালন করছে লালমনিরহাট মোটর মালিক সমিতিসহ শ্রমিক সংগঠনগুলো।
শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছেন মোটর শ্রমিক মালিক সংগঠন।
পরিবহন ধর্মঘটের কারনে লালমনিরহাট জেলা বাসটার্মিনালে সকাল থেকে আন্তঃজেলা বা রাজধানী ঢাকাগামি কোন বাস ছেড়ে যায় নি।
লালমনিরহাট মোটর মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি থেকে পলাশী বাজার পর্যন্ত মাত্র ৬/৭ কিঃমিঃ রাস্তায় গাড়ি চালানোর সম্পুর্নরুপে অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত ওই স্থানে শত শত ট্রাক আটকে থাকে। মহাসড়কের বেহাল অবস্থার কারনে বিকল হচ্ছে যানবাহন। ঝুকিপুর্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে ওই স্থানে মহাসড়ক সংস্কারের কাজ চললেও ঠিকাদারের গাফিলতির কারনে আজ পর্যন্ত সড়ক চলাচলের উপযোগী করতে পারেননি। সেখানে অত্যান্ত ধীরগতিতে কাজ চলছে বলে তিনি জানান।
মহাসড়কের সংস্কার কাজ এক বছর আগে শুরু হলেও আজ পযন্ত তা ধীরগতি। ফলে ঝুকি পুর্ণ সড়কে যানবাহন চালাতে অস্বীকৃতি জানাচ্ছে চালক, মালিক ও শ্রমিকরা। মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার সকাল থেকে লালমনিরহাট জেলায় অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকাগামী একাধিক কাউন্টার মাষ্টার জানান, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারনে আজ সকালে ঢাকাগামী ডে কোচ লালমনিরহাট থেকে ছেড়ে যায় নি। নৈশ্য কোচও যাবে না। কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি করা হচ্ছে না।
ঢাকাগামি যাত্রীদের পাশাপাশি আন্তঃজেলার যাত্রীরাও এ ধর্মঘটের কারনে চরম বিপাকে পড়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ