ধুনটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বাদ যোহর মাটিকোড়া তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান উজ্জাল।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু মুসা, এসএম হালিম, বুলবুল  আহম্মেদ মিঠু, মাহমুদুল হাসান সুমন, এরশাদ আলী, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুবুল হক রনজু, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, এ্যাড. রেজানুর ইসলাম ঠান্ডু, মোখফিজুর রহমান বাচ্চু, হায়দার আলী হিন্দোল, আব্দুল কুদ্দুস তালুকদার, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান পলাশ, শফিকুল ইসলাম শফি, হাসান আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক নূরে আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, শ্রমিকদল নেতা খোরশেদ আলী, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মধু ও আলম হাসান প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ