মার্কিন উপস্থিতির মোকাবেলায় বিমান বাহিনীকে শক্তিশালী করছে চীন

নিউজ ডেস্ক.

চীনের সামরিক বাহিনী দেশটির বিমান বাহিনীকে শক্তিশালী করছে। ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির মাধ্যমে সৃষ্ট হুমকি মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনী জোরদার করার অংশ হিসেবে এ কর্মসূচি নেয়া হয়েছে।
চীনের সরকারি দৈনিক চায়না ডেইলিতে আজ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির সামরিক মহড়া দিনে দিনে আরো শক্তিশালী এবং বাস্তবভিত্তিক হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় কমান্ডার এবং পাইলটদের বাস্তব যুদ্ধক্ষেত্র ভিত্তিক পরিস্থিতি মুখে ঠেলে দেয়া হচ্ছে। এ অবস্থায় তাদেরকে বিজয়ী হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দেয়া হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়।
এ ছাড়া, চীনা বিমান বাহিনীর যুদ্ধ এবং বোমারু বিমান ইউনিটগুলোর জন্য অবাধ যুদ্ধকালীন মহড়া, তাজা-গুলি ব্যবহার করে হামলার অনুশীলন, সাগরে দূরপাল্লার টহল দেয়া নিয়মিত বিষয়ে হয়ে উঠেছে।
সমন্বিত অপারেশনের অংশ হিসেবে একাধিক বিমান ইউনিটের এবং বিভিন্ন ধরণে বিমানের অংশ গ্রহণের বিষয়টিও স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে উঠেছে।
চীনা বিমান বাহিনীর মহড়া আগের চেয়ে কঠিন হয়ে উঠছে এবং পাইলটদের সক্ষমতাও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।
২৩ লাখ সেনা নিয়ে গঠিত চীনের বাহিনীকে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দেয়ার জন্য চীন তার সামরিক প্রযুক্তি উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ