Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

রঙ্গিন ফলের বর্ণিল উৎসব- এ স্লোগানে মৌসুমী ফল উৎসবের আয়োজন করে বগুড়ার ধুনট প্রেসক্লাব। নানান স্বাদের রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবে আয়োজিত হয় এই ফল উৎসব।
বুধবার (২৬ জুন) উপজেলা শহরের বকুলতলা এলাকায় প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু সহ প্রায় ১০ ধরনের দেশীয় ফলের সমারোহ ঘটে প্রেসক্লাবের এই আয়োজনে। ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন ধুনট থানার ওসি সৈকত হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য প্রভাষক জাহিদুল ইসলাম, ফজলে রাব্বী মানু, আতিকুর রহমান ও তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে ওসি সৈকত হাসান বলেন, আমাদের ছয় ঋতুর দেশ। প্রত্যেক মৌসুমে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসঙ্গে পাই। মৌসুমি সব ফলই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এ সময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই ভালো লাগলো।
প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম বলেন, আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ সবাই মিলে একসঙ্গে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন।
