Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত এক ব্যবসা প্রতিষ্ঠানের টিনের তৈরী চাল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি করেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় বুধবার (২৬জুন) বিকেলের দিকে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্ত ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আবু সুফিয়ানের টিনসেট ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী। তিনি সারিয়াকান্দি উপজেলার পাইকড়তলী গ্রামের পাখিজ্জামানের ছেলে। অন্যান্য দিনের মঙ্গলবার ব্যবসা শেষে রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে বাড়ি যান জাহাঙ্গীর আলম। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ছিল না। এ সুযোগে দূর্বৃত্তরা ব্যাবসা প্রতিষ্ঠানের টিনের তৈরী চাল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্যবসার কাজে ব্যবহৃত কম্পিউটারের একটি পিসি ও ২টি মনিটর এবং নগদ ৭হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
