বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে আসমা খাতুন (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আসমা উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী গ্রামের আবু বকরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আসমা খাতুন শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মরহুম শুকুর আলীর মেয়ে। সে আবু বকরের দ্বিতীয় স্ত্রী। গত বুধবার পারিবারিক বিষয় নিয়ে আবু বকরের প্রথম স্ত্রী ও সন্তানের সাথে আসমা খাতুনের কলহ হয়। বিষয়টি নিয়ে অভিমানে বুধবার বিকেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আসমা খাতুন। বিষপানে অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।