বাংলাদেশের পরবাসিনী ঠেকাতে ভারতের ওয়ান!

বিনোদন ডেস্ক.

দেশীয় ছবিগুলো নোংরা রাজনীতির শিকার হচ্ছে এমন অভিযোগ উঠেছে অনেক আগেই। এবার সেটি চরম আকার ধারণ করেছে। আজ বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হওয়া বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবি ‘পরবাসিনী’ মুক্তি পেল।
ব্যতিক্রমী গল্পের ও বিগ বাজেটের হওয়ায় স্বপন আহমেদ পরিচালিত এ ছবিটি নিয়ে আগে থেকেই প্রত্যাশা অনেক। তাই ছবিটি ব্যবসায়িকভাবেও সাফল্য দেখাবে বলে ধরে নিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সে প্রত্যাশার আগুনে জল দিল ভারতের পশ্চিমবঙ্গের ছবি ‘ওয়ান’। কারণ একই দিন সাফটা চুক্তির আওতায় এদেশে মুক্তি পাচ্ছে বিরশা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘ওয়ান’।
জানা গেছে, বাংলাদেশে ছবিটি মুক্তি পেলেও ভারতে এসময় বাংলাদেশ থেকে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ফলে এটা একদিকে যেমন একতরফা ছবি মুক্তি দেয়া হচ্ছে, অন্যদিকে একই সময়ে মুক্তি পেতে যাওয়া ‘পরবাসিনী’ এবং ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরবাসিনীর পরিচালকসহ ঢাকাই সিনেমা সংশ্লিষ্ট সবাই। সাফটা চুক্তির আওতায় এসব বাণিজ্য হয়ে থাকলেও এতে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিই ডেকে আনছে বলে মন্তব্য সিনেমাবোদ্ধাদের।
কারণ সাফটা চুক্তিতে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। কিছুদিন আগে পরিচালকদের নিয়ে দুই একটি কথা বলায় শাকিব খানের বিরুদ্ধে পরিচালকরা সম্মিলিতভাবে মাঠে নামলেও ‘ওয়ান’ নামে ভারতীয় একটি ছবি বাংলাদেশের ‘পরবাসিনী’ ছবির ব্যাপক ক্ষতি করছে, এ প্রসঙ্গে তাদের উদাসী ভূমিকা প্রশ্ন উঠেছে অনেকের মনে। পরিচালক সমিতির কর্তারা আরেকজন পরিচালকের ক্ষতির বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপই নেননি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ