Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে খাদুলী দিগর পাড়ায় অপরিকল্পিতভাবে খনন করা পুকুরে পাকা সড়ক ধসে পড়েছে। ভাঙনের কবলে পড়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। এতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদুলী দিগর পাড়ার গ্রামীন সড়কটি প্রায় ১৮ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে পাকাকরণ করা হয়েছে। ওই সড়ক ঘেঁসে অপরিকল্পিতভাবে খনন করা হয়েছে পুকুর। আর সরকারি পাকা সড়কটি ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কারণে সড়কটি পাকাকরণের পর থেকে ধসে পড়তে থাকে। অব্যাহত ধসের ফলে বর্তমানে সড়কটি সরু হয়ে আসছে। এতে করে ঝুঁকিতে পড়েছে পাকা সড়কটি। বর্তমানে পুরো সড়কটি ভেঙে পুকুরে ধসে পড়ার উপক্রম হয়েছে। ফলে সড়কটি দিয়ে যাতায়াতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি টাকা খরচ করে পাকা সড়ক তৈরি করে। কিছুদিন না যেতেই এসব সড়ক পুকুরে ভেঙে পড়ছে। অল্প অল্প করে ভাঙতে ভাঙতে একসময় পুরো সড়ক বিলীন হয়ে যায় পুকুরে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বছরের পর বছর এসব ভাঙা সড়ক আর মেরামত করা হয় না।
ভ্যানচালক তোরাব আলী বলেন, সড়কটির অবস্থা খুব খারাপ। ওই সড়ক দিয়ে তারা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছেন না। অন্য সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিধিমোতাবেক সড়কের কিনারা থেকে কমপক্ষে ১০ ফুট জায়গা রেখে তবেই পুকুর খনন করতে হবে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান বজায় থাকে। সেখানে পুকুরগুলো সড়ক ঘেঁষে কাটা এবং পাড় হিসেবে সরকারি সড়কপথ ব্যবহার করায় ক্ষতি হচ্ছে সড়কপথের। সেখানে সড়ক টিকছে না। তারপরও সড়কটির ভাঙাস্থান পরিদর্শন করা হয়েছে। দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা গ্রহন করা হবে।
