নারী বিশ্বকাপ পুরস্কারের মূল্য ১৬ কোটি টাকা !

ক্রীড়া ডেস্ক.

এক লাফেই সাড়ে ১৪ কোটি টাকা বাড়ছে নারী ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার মূল্য। বর্তমানে বিশ্বকাপের পুরস্কারের মূল্য ২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় ১ কোটি ৬০ লাখ টাকা। আর আগামী বিশ্বকাপকে এটি বেড়ে দাড়াচ্ছে ২০ লাখ মার্কিন ডলারে।
আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘নারীদের ক্রিকেটের চূড়াই হচ্ছে নারী বিশ্বকাপ। তাই তাদের প্রাপ্তিটা ভালোভাবে বুঝিয়ে দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৩ সাল থেকে সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখে। যার মধ্য দিয়ে নারীদের ক্রিকেটের প্রতি সংস্থাটির দায়িত্ববোধ প্রকাশ পাচ্ছে। ’
পুরস্কার মূল্যের পাশাপাশি নারীদের ক্রিকেট বিশ্বকাপেও আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে আধুনিকপ্রযুক্তি। এবারই প্রথম বল বাই বল লাইভ দেখানো হবে, থাকবে ডিআরএস।
প্রসঙ্গত, পুরুষের পাশাপাশি এবারের নারী ক্রিকেট বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। জুনের ২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশ বাছাই পর্বে পড়লেও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ