ধুনটে গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় বখাটে গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

      বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে (১৭) ধর্ষণচেষ্টা মামলার আসামি খায়রুল ইসলাম সরকারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

      শনিবার (১৫ মার্চ) সকালে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। খায়রুল ইসলাম উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে। এরআগে শুক্রবার মধ্যরাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

      মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন। মাকে নিয়ে অভাব অনটনের সংসার। মেয়েটির মা ক্ষেত খামারে কৃষি শ্রমিকের কাজ করেন। আর ভুক্তভোগী মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। শরীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে মেয়েটি পোশাক কারখানা থেকে ছুটি  নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

        গত ১২ মার্চ সকাল ৫টায় মা জীবিকার তাগিদে আলু তোলার কাজে ফসলের মাঠে যান। বাড়িতে অন্য কোন লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছুলে খায়রুল কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ১২ মার্চ দুপুরের পর ভুক্তভোগী মেয়েটির মা বাদি হয়ে খায়রুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।    

        উল্লেখ্য ২০২৪ সালের ৩ মার্চ রাতে একই গ্রামে চেতনানাশক পদার্থ মিশ্রিত চানাচুর, বিস্কুট ও জুস খাইয়ে বৃদ্ধা নানীকে অচেতন করে তার স্কুল পড়–য়া নাতনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি খায়রুল। এছাড়া তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রয়েছে। ধর্ষণচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। প্রায় এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসে এবার এ ঘটনা ঘটায় খায়রুল।

        ধুনট থানার এসআই হারুন অর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আসামি খায়রুল ইসলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

          অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ