
বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধুনট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এ ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ধুনট উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন মাসুদের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি মেহেদী হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, আরাফাতর রহমান কোকো স্মৃতি সংসদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম রবিউল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক আল আমিন, সদস্য সোহেল আহমেদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শেরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জিএম মোস্তফা, ধুনট উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি শিহাব উদ্দিন, পৌর কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হোসেন, কার্যকরী সদস্য শিপন মাহমুদ ও উপজেলা ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট।

