
বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল কারিম, সহসাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আব্দুল ওহাব, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, জামায়াতের পেশাজীবি সংগঠনের উপজেলা কমিটির সভাপতি খলিলুর রহমান, পৌর জামায়াতের আমির তারিকুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক মহাব্বত জান।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

