ধুনট জাগরণ প‌রিবার উন্নয়ন সংস্থার ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

বগুড়ার ধুনটে জাগরণ প‌রিবার উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার ধুনট শাখা কার্যালয় এলাকায় এ দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহ‌ফিলে সভাপ‌তিত্ব করেন জাগরণ প‌রিবার উন্নয়ন সংস্থার সভাপ‌তি আ‌মিনুল ইসলাম। সংস্থার সাধারণ সম্পাদক ম‌নিরুজ্জামান ম‌নির দোয়া মাহ‌ফিল সঞ্চালনা করেন।

‌দোয়া মাহ‌ফিলে ধুনট সদর ইউ‌নিয়ন প‌রিষদের সাবেক চেয়ারম‌্যান লাল মিয়া, বি‌শিষ্ট ব‌্যবসায়ী খোরশেদ মন্ডল, সাদেকুল ইসলাম সাদেক, আবু বক্কর সি‌দ্দিক মোংলা, জাগরণ প‌রিবার উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অ‌ফিসার আবু রায়হান, মাঠ সমন্বয়কারী তান‌ভির হোসেন ও শাখা ব‌্যবস্থাপক বিপ্লব হোসেন উপ‌স্থিত ছিলেন।

দোয়া মাহ‌ফিলে দেশ ও জা‌তির কল‌্যান কামনা করে বিশেষ মোনাজাত অনু‌ষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ