মৈত্রী’র সহম‌র্মিতার ঈদ

অসহায় দ‌রিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভা‌গি করে নিতে প্রতিবছরের মত এবারও সহম‌র্মিতার ঈদ কর্মসূ‌চি বাস্তবায়ন করেছে মৈত্রী। ধুনট বাজারের পেশাজী‌বিদের এ সংগঠন ৫০‌টি প‌রিবারের হাতে তুলে দিয়েছে লাচ্ছা, সেমাই, চি‌নি, গুড়া দুধ ও নগদ ২০০ করে টাকা।

আজ শুক্রবার সকাল ১১টায় মৈত্রী কার্যালয় থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় মৈত্রীর সভাপ‌তি বীরমু‌ক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ‌মিনুল ইসলাম শ্রাবণ, বি‌শিষ্ট ব‌্যবসায়ী মাসুদ রানা, মৈত্রীর যুগ্ম সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, কোষাধ‌্যক্ষ ফজলে রাব্বী, সদস‌্য জীবন কুমার গোস্বামী, শাহীন আলম স‌জিব ও লক্ষণ কুমার উপ‌স্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ