স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ: ফখরুল

নিউজ ডেস্ক.

বিচার বিভাগের ওপর সরকার প্রভাব বিস্তার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে, এই দেশে এখন গণতন্ত্র নেই এবং বিচারপতিগণ তার স্বাধীন ভূমিকা পালন করতে পারছেন না।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মীনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র না থাকলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার যদি বিচারবিভাগের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, তখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। মাননীয় বিচারপতির কথায় এটি পরিষ্কার হয়ে গেছে, এই দেশে এখন গণতন্ত্র নেই। বিচার বিভাগ এখন তার স্বাধীন ভূমিকা পালন করতে পারছেন না।
ভিন্নমতকে দমন করতে সরকার ‘একনায়কের মতো’ দেশ চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) মূল উদ্দেশ্য হচ্ছে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল, যেটা তারা করেছিল। সেভাবেই এখন ভিন্নভাবে করে দেশ পরিচালনা করা। যেটা এদেশের মানুষ কখনও মেনে নিতে পারে না।’
বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন হতে পারে কী না- এমন এক প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, ‘এই অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে। অন্যান্য দলকে নিষিদ্ধ করার অভিজ্ঞতাও তাদের আছে। আমরা মনে করি সে বিষয়গুলো একগুয়েমি এবং গণতন্ত্রের বিরুদ্ধে। এজন্য আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চেয়েছি।’
শিগগিরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তবে এটার সঙ্গে নির্বাচন এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ