
ধুনট পৌর এলাকার ঈদগাহ গুলোর ঈদের নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। ধুনট পৌরসভার প্রশাসক খায়রুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈদগাহ মাঠ গুলোর নামাজের সময়সূচি জানানো হয়।

ধুনট পৌর এলাকায় মোট ১৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
থানাপাড়া জামে মসজিদে, চরপাড়া পুরাতন জামে মসজিদে, উপজেলা মডেল মসজিদে, ধুনট অফিসারপাড়া বায়তুর রহমান আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহ ময়দানে, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় ঈদগাহ ময়দানে ও চরধুনট দক্ষিণপাড়া নতুন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া হাসপাতাল জামে মসজিদ ময়দানে, পশ্চিম ভরনশাহী নূর জামে মসজিদ ঈদগাহ ময়দানে, পশ্চিম ভরনশাহী খাঁ বাড়ি বায়তুলমাল জামে মসজিদ ঈদগাহ ময়দানে, চরপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ ময়দানে, পূর্ব ভরনশাহী ঈদগাহ ময়দানে, উত্তর অফিসারপাড়া বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ ময়দানে, চরধুনট উত্তরপাড়া ঈদগাহ ময়দানে ও চান্দারপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ট ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তাছাড়া ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এবং জিঞ্জিরতলা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


