ধুনটে কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার ধুনট পৌর এলাকার প‌শ্চিম ভরনশাহী জান্নাতুন নাঈম কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্প‌তিবার ‌বিকেলে নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক ও কবরস্থান প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি মাহবুব হোসেন চঞ্চল।

কবরস্থান কমিটির দপ্তর সম্পাদক রকি হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএন‌পির যুগ্ম সম্পাদক ও কবরস্থান কমিটির উপদেষ্টা মুঞ্জিল হোসাইন আকন্দ, ধুনট পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন মন্ডল, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আইয়ুব।

এসময় উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির সাংগঠনিক সম্পাদক মজনু মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক মোকতাল হোসাইন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিপন মাহমুদ, গবেষনা বিষয়ক সম্পাদক মহসিন আলম, সহদপ্তর সম্পাদক মিন্টু হাসান, প্রচার সম্পাদক রাসেল মাহমুদ, সহপ্রচার সম্পাদক নয়ন খান ও সদস্য হাফেজ ইমরান হোসাইন।

পরে কবরস্থানে শা‌য়িত কবরবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ