
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেতা রফিকুল ইসলাম শাহীনকে (৬২) ও তার ভাই আইনজীবী রাজ্জাকুল কবির বিদ্যুৎ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও রফিকুল ইসলাম শাহীন বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রমজান আলী বেলকুচি গ্রামে বাড়ি নির্মানের কাজ করছেন। তার ছেলে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ১৩ এপ্রিল বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্ত চাঁদার টাকা না পেয়ে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার লোকজন রাতে হামলা চালিয়ে বাবার বাড়ির আসবাবপত্র ও মোটরসাইকেল ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করে। এসময় জাতীয় জরুরীসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে চাঁদাবাজরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রমজান আলী বাদি হয়ে ১৪ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় রাজ্জাকুল কবির বিদ্যুৎ সহ ১৪ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে রফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ সেপ্টম্বর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি রাজ্জাকুল কবির বিদ্যুত ও তার বড় ভাই রফিকুল ইসলাম শাহীনকে দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

