Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা এক বৃদ্ধাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার (২মে) দুপুর ২টায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১মে) সকাল ১১টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাংলু গ্রামের জমির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম শাহ্ (৭৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহতদের বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা, নুরুল ইসলামের সাথে একই গ্রামের আতিকুল ইসলাম ও তার লোকজনের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এ অবস্থায় ১ মে সকাল ৮টায় আতিকুল ইসলাম জোরপূর্বক নুরুল ইসলামের বাড়িতে ধানের আটি রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আতিকুল ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী আনোয়ারাকে আহত করে। হামলাকারীরা এ সময় আনোয়ারাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছে। এ ঘটনায় নুরুল ইসলাম বাদি হয়ে আতিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
