ধুনটে মারপিটে স্বামী-স্ত্রী আহত : শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা এক বৃদ্ধাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (২মে) দুপুর ২টায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১মে) সকাল ১১টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নাংলু গ্রামের জমির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম শাহ্ (৭৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহতদের বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা, নুরুল ইসলামের সাথে একই গ্রামের আতিকুল ইসলাম ও তার লোকজনের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এ অবস্থায় ১ মে সকাল ৮টায় আতিকুল ইসলাম জোরপূর্বক নুরুল ইসলামের বাড়িতে ধানের আটি রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আতিকুল ইসলাম ও তার লোকজন হামলা চালিয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী আনোয়ারাকে আহত করে। হামলাকারীরা এ সময় আনোয়ারাকে শ্লীলতাহানীর চেষ্টা করেছে। এ ঘটনায় নুরুল ইসলাম বাদি হয়ে আতিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Latest

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ