পাবনার আটঘরিয়ায় সাদেক আলী মৃধা (৫৯) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদেক উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল গ্রামের তায়জুল মৃধার ছেলে।
পরিবারের বরাত দিয়ে আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, সাদেক মৃধা শুক্রবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে হিদাসকোল গ্রামের একটি মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও এলাকাবাসী। পু্লিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, রাতে কোনো এক সময় বাড়ি থেকে সাদেককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ক্রীড়া ডেস্ক. ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছে সবার।…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ