
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ধুনট উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম মধুর পিতা জিল হোসেন শেখ (৭৫) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহী…..রাজেউন)। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত আজিজুর রহমান শেখের ছেলে।
মঙ্গলবার দুপুর ১টায় নিজ বাড়িতে মৃত্যুর পর রাত ৯টায় গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ও ২ মেয়ে সন্তান সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাহিদ মাহমুদ সুমন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, অ্যাড. রেজানুর রহমান খান, মোখফিজুর রহমান বাচ্চু, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, সুমন খন্দকার, আল আমিন, আবু মুছা, মনিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, আতিকুল রহমান শিতল, রাসেল মাহমুদ, ছাত্রদল নেতা আলম হাসান, মিলন মিয়া ও হাসান মাহমুদ অপূর্ব।
