নন্দীগ্রামে সরকারি পুকুরগুলো উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নন্দীগ্রাম ( বগুড়া ) প্রতিনিধি.

পুকুর জবরদখল ও পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদানসহ নানা অপকর্মের অভিযোগ এনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাশগ্রামের আলহাজ্ব মজিবুর রহমান এক সাংবাদিক সম্মেলন করেছেন।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান বলেন, উপজেলার দাশগ্রামের প্রভাবশালী ব্যক্তি কোরবান আলী, মিজানুর রহমানসহ কয়েকজন সংঘবদ্ধদল দাশগ্রাম মৌজার সরকারি ৩৩৭ দাগের ৭১ শতক, ৪৫৭ দাগের ৭৫ শতক, ৪৭৪ দাগের ৭৫ শতক ও ৩৪২ দাগের জলাসয় পুকুরগুলো দীর্ঘদিন ধরে জোবদখল করে খাচ্ছে। পুকুরগুলো ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে ও সরকারি রাজ্বস বৃদ্ধি করার লক্ষে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি আমি কোর্টে একটি মামলা দায়ের করি। এই মামলার পরথেকে বিবাদীগণ আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি প্রদান করে আসছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, তারা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ওইসব দাগের পুকুরগুলো ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা ও সরকারি রাজ্বস বৃদ্ধি করার লক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরদাবি করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওইসব ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য দাবি জানাচ্ছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ