নন্দীগ্রামে সেলাই মেশিন বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন, স্থানীয় সাংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
শনিবার দুপুর ১২টায় পরিষদ সভাকক্ষে উপজেলার ৫৩ জন দরিদ্র পুরুষ/মহিলাদের মাঝে এসেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: শরীফুন্নেসা, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি জান্নাতুল ফেরদৌস লিপি, মেয়র কামরুল হাসান জুয়েল, প্যানেল মেয়র আনিছুর রহমান, সমাজ সেবক নাজির হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মোজাম্মেল হক প্রমূখ। এরপূর্বে দরিদ্র পুরুষ/মহিলাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ