কৃষ্ণ সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার

নিউজ ডেস্ক.

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার অস্কার অস্টিন কৃষ্ণ সাগরে ঢুকেছে। মার্কিন আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক তৎপরতা জোরদার করতে এটি কৃষ্ণ সাগরে পাঠানো হয়েছে। শুক্রবার মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার এটি কৃষ্ণ সাগরে ঢুকেছে। অপারেশন আটলান্টিক রিজলভ’র অংশ হিসেবে ন্যাটো মিত্রদের সমর্থনে পূর্ব ইউরোপের সাগরে তৎপরতা চালাবে অস্কার অস্টিন।
মার্কিন ষষ্ট নৌবহরের তৎপরতার অংশ হলো কৃষ্ণ সাগর। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আন্তর্জাতিক আইন মেনে এ অঞ্চলে তৎপরতা চালায় মার্কিন নৌবাহিনী।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ