কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক.

কুমিল্লায় আমির হোসেন রাজন নামে এক ছাত্রলীগ নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল পৌনে ১২টার দিকে জেলার দাউদকান্দি উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে তার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা রাজনকে কুপিয়ে তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
নিহত রাজন উপজেলা সদরের কাজিরকোনা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ৮/১০ জন সশস্ত্র সন্ত্রাসী উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে তার ওপর হামলা চালায়। এ সময় রাজনের দুই পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে সন্ত্রাসীরা মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, নিহতের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।
এদিকে ওই হত্যাকাণ্ডের পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ