রাজশাহীতে ছিনতাইকারীসহ আটক ৩৩

রাজশাহী প্রতিনিধি.

রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিন ছিনতাইকারী হলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধাওর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে লিটন আলী (১৯) এবং রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার সামসুল আলমের ছেলে হাসান আলী (২৫) ও সিপাইপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে মিজু আহমেদ (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে এই তিন ছিনতাইকারী নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক নারী ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা লিটনকে হাতেনাতে ধরে পুলিশে দেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অপর দুই ছিনতাইকারীকে আটক করে। এছাড়া আলাদা অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ আরো ৮ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৪ জন এবং মহানগর ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ