ঠাকুরগাঁওয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি.

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে আবু হানিফ ওরফে নয়ন(৩৩) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপির মধ্য পারপুগী গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নয়ন নেশায় আসক্ত ছিল। মাঝে মাঝেই সে পরিবারের লোকদের উপর চড়াও হতো এবং বাড়ির জিনিসপত্র ভাংচুর করতো। সম্ভবত জীবনের প্রতি অনীহা থেকেই সে আত্মহননের পথ বেছে নেয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার ওসি মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যু মামলা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ