রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি.

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এনামুল হক (৫৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত এনামুল হক জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কাবারীপাড়া গ্রামে, বাবার নাম আসের আলী ফৌজদার।
হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, শনিবার দুপুরে স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক এনামুল হক। এ সময় কাবারীপাড়া এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনামুল হক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ