প্রতিবেশীর ঘরে শিশুর লাশ

নাটোর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে প্রতিবেশীর বাড়ির বাক্সের ভিতর থেকে দৃষ্টি নামে আড়াই বছরের একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁচকৈর বাজার এলাকার প্রতিবেশী প্রদীপ কুমার সরকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এই ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন প্রতিবেশী প্রদীপ কুমার সরকার (৪২), তার স্ত্রী সন্ধ্যা রানী (৩৭), ছেলে হৃদয় কুমার (১৭) ও ছোট ভাই বজ্র গোপাল (২৩)। এছাড়া উপজেলার চাঁচকৈর বাজার এলাকার মোহন ঘোষের মেয়ে।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, প্রতিদিনের মতো বাড়ির বাইরে খেলারত অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় শিশু দৃষ্টি। পরে অনেক খোঁজাখুজি করে মেয়ে দৃষ্টিকে না পেয়ে বাবা মোহন ঘোষ ওই দিনই বিকেলে থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপর শনিবার সকাল থেকে এলাকার প্রতিটি ড্রেন, ডোবা ও বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।
এই তল্লাশিকালে মোহন ঘোষের প্রতিবেশী প্রদীপ সরকার ও তার স্ত্রী সন্ধ্যা রানীর কথা বার্তায় পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করেন। তাদের ঘরের ভিতর বাক্সের মধ্যে শিশুটির মরদেহ আছে। কিন্তু তারা ভয়ে কাউকে কিছু জানায়নি বলে পুলিশকে জানায়।
পরে তাদের দেয়া ওই স্বীকারোক্তি মোতাবেক বিকেলে প্রদীপ সরকারের ঘরের ভিতরে একটি টিনের বাক্সের মধ্যে রাখা নিখোঁজ ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, কখন, কিভাবে এবং কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও সুষ্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। তবে এই ঘটনায় প্রদীপ, তার স্ত্রী, সন্তান ও ভাইকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত শেষে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ