ধুনটে বজ্রপাতে গৃহবধু আহত

আশরাফুল আলম, ধুনট.

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে কল্পনা রানী (৬৫) নামের এক গৃহবধু আহত হয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কল্পনা রানী ওই গ্রামের শান্তি রাম মন্ডলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ীর আঙ্গিনায় বাড়ীর কাজ করছিলেন কল্পনা রানী। এসময় ঝড় ওঠে আসে এবং বজ্রপাত হয়। বজ্রপাতে কল্পনা রানী অসুস্থ্য হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন সনি বলেন, কল্পনা রানী বজ্রপাতে অসুস্থ্য হয়ে পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ